নিউজ ডেস্কঃ শুরু হল সেরা ‘সেরা সুন্দরী ২০১৭’-র কাউন্ট ডাউন। বেছে নেওয়া হল ১২ জন প্রতিযোগীকে। যাদের মধ্যে থেকে ১ জন পাবেন ‘সেরা সুন্দরী’ র শিরোপা। ৪৭ জন তরুণী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১২ জন নির্বাচিত হয়েছেন মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার। সংবাদ সংস্থা ‘মুক্ত বাংলা’ আয়োজিত এই অনুষ্ঠান এবার আট বছরে পা দিলো। ২০১৭-র অস্টমীর সন্ধ্যায় বর্ধমান টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে ‘সেরা সুন্দরী ২০১৭’। তবে এর মাঝের সময়ে চলবে গ্রুমিং। থাকবেন এক্সপার্টরা।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
অডিশন হয়ে গেলেও এখনও অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আপনি সুযোগ পেতে পারেন। বিস্তারিত জানতে ৯৯৩৩০০৩১১২ এই নম্বরে ফোন করতে পারেন। এই ইভেন্টের আপডেট খবর পেতে চোখ রাখুন ‘হাইলাইস বেঙ্গল’ এ।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮