নিউজ ডেক্স: প্রথা মেলে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ আজকের দিনে বর্ধমানের পালিত হল দোল উৎসব। বর্ধমান মহারাজার আমল থেকেই এই প্রথা চলে আসছে। তবে এবারের দোল উৎসব একটু অন্য মাত্রা পেল। সামনে নির্বাচন আর পূর্ব বর্ধমান জেলার নির্বাচনের মাসকট ভোট্টু। সেই ভোট্টুকে রঙ মাখিয়ে হোলি উৎসবে সামিল হলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বর্ধমান প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় এই হোলি উৎসবের। সুন্দর করে সাজানো হয় গোটা এলাকা। ভোট্টু মাসকট এর দুটি মডেল তৈরি করা হয়। তাদের মুখে প্রথম আবির মাখালেন জেলাশাসক। এছাড়াও ভোট্টুর মুখোশ তৈরি করে সবাইকে বিতরণ করা হয়। শুধু প্রশাসনিক কর্তা ব্যক্তি নয় সাধারণ মানুষ ও প্রশাসনিক ভবনের সামনে নির্বাচনের আগে এই হোলি উৎসবের মাতলেন । সকলকে করা হয় মিষ্টি মুখ। জেলা শাসক বলেন, অন্য জায়গা থেকে বর্ধমানের এই দোল ব্যতিক্রমী। সেই রকম ভোট উৎসবে সকলে অংশ নিয়ে বর্ধমান নিজেকে সবার থেকে আলাদা প্রমান করবে।