নিউজ ডেস্কঃ প্রশাসন পৌঁছে যাচ্ছে গ্রাম বাংলার মানুষের কাছে। শুনছেন তাদের সব সমস্যার কথা। ।শুধু তাই নয় সব সমস্যার সমাধান করার চেষ্টা্ও করছেন । নির্মল বাংলা কর্মসূচির পাশাপাশি এদিন ‘প্রশাসন আপনার দুয়ারে’ এই কর্মসূচি নিয়ে বর্ধমানের মেমারির পাল্লা গ্রামে শুরু হল নিশিযাপন কর্মসূচি।উপস্থিত ছিলেন বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহন, সভাতিপতি দেবু টুডু, সমস্ত অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক, বিডিও সহ জেলা, ব্লকের সমস্ত আধিকারিক ও নির্বাচিত প্রতিনিধিরা। একশোরও বেশী গ্রামবাসী হাজির থেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন। সাধারন মানুষজনের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গেই তাদের সেই সমস্যা মেটানোর চেষ্টা করেন তারা। এই কর্মসূচির জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। সারারাত তারা এখানেই থাকবেন। এবং ভোর থেকে তারা শুরু করবে মিশন নির্মল বাংলা কর্মসূচি।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮