সরকারী বাসে আগুন। এক ভ্যান চালকের তৎপরতায় বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসলেও বাসটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। তবে ঘটনায় কেউ আহত হয়নি।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
সল্টলেক থেকে বর্ধমানগামী এই সরকারী বাসটি প্রায় ত্রিশজন যাত্রীকে নিয়ে বর্ধমান আসছিল। বর্ধমানের ২নং জাতীয় সড়কে তেলিপুকুর এলাকায় বরুণ দাস নামে স্থানীয় এক ক ভ্যান চালক বাসের তলা থেকে আগুন বের হতে দেখে। সঙ্গে সঙ্গে বাসটিকে সে হাত তুলে সে থামায়। বাসের সমস্ত যাত্রীকে দ্রুত বাস থেকে নামিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই বাসটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। প্রথমে স্থানীয় মানুষরা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। খরব দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে বাসটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ইঞ্জিনের গোলমাল থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
নিচে দেখুন সেই ভিডিও-