এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ হয়ে মৃত্যু হল ১৮ বছরের স্বর্নেন্দু রায়। বসিরহাটের বাসিন্দা স্বর্নেন্দু এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। খুব মেধাবী ছাত্র ছিল স্বর্নেন্দু। বাইকে করে রবিবার সন্ধ্যায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক সাইকেল আরোহীর সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কোমায় চলে যায় স্বর্নেন্দু। বৃহস্পতিবার চিকিৎসকরা ঘোষণা করেন, তার ব্রেন ডেথ হয়ে গেছে। এরপর স্বর্নেন্দুর বাবা চন্দ্রশেখর রায়, মা সুজাতা দেবী তাদের সন্তানের অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন। স্বর্নেন্দুর চোখ, কিডনি ও লিভার দান করা হয়। স্বর্নেন্দুর অঙ্গ নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে শহরে প্রথম গ্রিন করিডর। এর মাধ্যমে অঙ্গগুলি পুলিশ এসকর্টে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছয় এসএসকেএম এ। চোখ দুটি নিয়ে যাওয়া হয় দিশা হাসপাতালে। স্বর্নেন্দুর পরিবারের এই মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।