নিজস্ব প্রতিনিধিঃ আবার অ্যাসিড হামলা। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারার ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের কালনার পূর্বস্থলীতে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীর চিকিৎসা চলছে কালনা মহকুমা হসপিটালে।
অভিযোগ, স্থানীয় যুবক গৌরব মণ্ডল ঐ ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত করছিল। বার বার প্রেমের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে ঐ ছাত্রী। সেই আক্রোশেই বাড়ির জানলা দিয়ে অ্যাসিড ছোঁড়ে ঐ যুবক। ঘটনায় গুরুতর জখম ওই ছাত্রী। এই ঘটনায় একই সঙ্গে ছাত্রীটির মা জখম হন। তাদেরকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ঐ যুবক।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।