ফের অগ্নিগর্ভ আউশগ্রাম। স্কুলের জমিতে অবৈধ নির্মাণ ঘিরে উত্তেজনা। আউশগ্রাম থানার আইসির অপসারণের দাবিতে থানায় ভাঙচুর করা হয়। শুরু হয় ইটবৃষ্টি, পুলিশের গাড়িও ভাঙচুর করে গ্রামবাসীরা। এমনকি থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
শুক্রবার আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের জমিতে একটি অবৈধ নির্মাণ ঘিরে উত্তেজনা শুরু হয়। অভিযোগ স্কুলের জমিতে এই নির্মাণ করছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার। বিদ্যালয়ের কর্তৃপক্ষ বাধা দিলে তিনজনকে আটক করে পুলিশ। এরপরই উত্তেজনা বাড়ে। ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকা, গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের পুলিশ সরাতে গেলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। পুলিশ ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ আইসি অপসারণের দাবিতে গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ দেখায়। থানা ভাঙচুর করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশকে মাটিতে ফেলে পেটানো হয়। ২ জন এসআই সহ জখম আট পুলিশকর্মী। এলাকায় উত্তেজনা। নামানো হয়েছে র্যাফ। গ্রামে চলছে পুলিশি অভিযান। ঘটনাস্থলে আইজি পশ্চিমাঞ্চল রাজেশ কুমার সিং । এই ঘটনায় শান্তি বৈঠকের ডাক দিয়েছে জেলা শাসক সৌমিত্র মোহন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।