নিউজ ডেস্ক: আরও একজনের করোনা পজেটিভ। বর্ধমানের সুভাষপল্লী বাসিন্দা।
জানা গেছে, কলকাতার এক সরকারি হাসপাতালে নার্স। প্রশাসন সূত্রে জানা গেছে তিন দিন আগে তিনি বাড়ি ফেরেন। নিজেই হাসপাতালে জান টেস্ট করতে। গতকালকে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তড়িঘড়ি তাকে পাঠানো হয়েছে দুর্গাপুরে কোভিড হাসপাতলে। তার স্বামী বর্ধমানের বাদামতলায় বিদ্যুৎ দফতরের অফিসে কর্মরত। সেই দপ্তর সিল করা হয়েছে। এবং বর্ধমানের ওই সুভাষপল্লী এলাকা কন্টেনমেন্টজন করে দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের 5 জন সহ সংস্পর্শে আশা মোট 9 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরের একটি গাড়িতে যাতায়াত করেছে এমন চারজনকে খুঁজে পাওয়া গেছে। সকলকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। আরও কতজন যাতায়াত করেছে ও কতজন এদের সংস্পর্শে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।