বাজারে এসেছে নতুন ২০০০ টাকার নোট। কিন্তু আসতে না আসতেই নকল নোটও দেখা গেছে কিছু জায়গায়। সতর্ক হোন। নতুন নোট হাতে পেয়ে কতকগুলি গুরুত্বপূর্ন দিক পরীক্ষা করে দেখে নিন। আসল ২০০০ টাকার নোটে এগুলি থাকবেই। নোটের মাপ ৬৬মিমিX ১৬৬মিমি।
*দেবনাগরী হরফে টাকার অঙ্ক ২০০০ লেখা থাকবে।
* ২০০০ লেখা জলছাপ থাকবে।
*নোটের মধ্যে থাকবে মহাত্মা গান্ধীর মুখচ্ছবি।
*বিশেষ চিহ্ন সহ মহাত্মা গান্ধীর ছবি দেখে নেবেন।
*২০০০ এবং RBI লেখা থাকবে মাইক্রলেটারে।
*ইলেকট্রোটাইপে ২০০০ লেখা জলছবি থাকবে।
*থাকবে কালার উইন্ডো। যেখানে দেবনাগরী হরফে ভারত, RBI এবং টাকার অঙ্ক ২০০০ লেখা থাকবে।
*নোটটি কাত করলে সিকিউরিটি থ্রেড সবুজ থেকে নীল হয়ে যাবে।
*একটি ২০০০ লেখার উঁচু করে প্রিন্ট থাকবে ।।
*অশোকস্তম্ভের ছবি থাকবে।
*নম্বর প্যানেলে দেখা যাবে ছোটো থেকে বড় হচ্ছে ।
*২০০০ টাকা লেখা এবং টাকার চিহ্ন, কোনাকুনি ঘোরালে রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে।
*রেজিস্টার হবে স্বচ্ছ, আলোয় ধরলে টাকার অঙ্ক ২০০০ স্পষ্ট দেখা যাবে।
*চোখের সামনে ৪৫ডিগ্রী কোণে ধরলে ২০০০ লেখাটি স্পষ্ট দেখা যাবে।
*আর.বি.আই গভর্নরের স্বাক্ষর, ডান দিকে হেলে থাকা আর.বি.আই এমব্লেম, গ্যারান্টি ক্লজ এবং ঋণপত্রের স্বীকৃতি অবশ্যই থাকবে।
*নোটের উল্টো দিকে থাকবে স্বচ্ছ ভারতের লোগো, স্লোগান লেখা ও মহাকাশযানের ছবি।
*নোটের প্রথম দিকের মতই উল্টোদিকেও থাকবে দেবনাগরী হরফে টাকার অঙ্ক ২০০০ লেখা।
*কোন সালে ছাপা হয়েছে তাও উল্লেখ থাকবে।
* ‘২০০০ টাকা’ এই শব্দটি লেখা থাকবে বিভিন্ন ভাষায়।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।