জ্যোতির্ময় মুখার্জ্জী
নগ্নতার আস্বাদনে জেগে ওঠে শরীর….
প্রতি রাতে….
প্রতি রাতে.…
বুনো হরিণেরা ঘাস খেতে আসে এখানে।
জ্বলন্ত হায়নার চোখ কথা বলে…
উদ্দাম বনভূমিতে তখন আদিম উষ্ণতা…
উদগ্র দাবানলের শিখার আস্বাদনে
নীল হয়ে আসে শরীর।
ছুঁয়ে দেখো, আমি আছি…
তোমার চিবুক স্পর্শ করে আছে
আমার ঠোঁট…
আমার বুকের উষ্ণতায় ওম্ হয়ে থাকো তুমি।
তুমি আসো – তুমি যাও –
স্নান সারা হয় –
তবু শরীর ভেজে না।
তোমার বুকের ভিজে বালিতে মুখ গুঁজে পরে আছে এক কবির মৃতদেহ –
তিমিদের মতো –
ইচ্ছামৃত্যুর অভিশাপে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com