নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রামে ক্লাব ঘরে বিস্ফোরনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ক্লাব ঘরে কারা এত বোমা মজুত করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। তিনজনকে আটক করে দফায় দফায় করছে তারা। দুপুরের পরেই সিআইডি বোমা স্কয়ার্ডের একটি টিম আসে। তারা ক্লাবের সামনে একটি টিনের জার থেকে প্রায় ৩২ টি সকেট বোমা উদ্ধার করে। বিস্ফোরন স্থলের নমুনা সংগ্রহ করেছে তারা। এখানে বোমা তৈরি হত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরনের তীব্রতা দেখে কি ধরনের বিস্ফোরক ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর ঘটনয়ায় জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখবে এন আই এ ।
সোমবার ভোরে বিস্ফোরনের আওয়াজে কেঁপে ওঠে কাটোয়ার শ্রীবাটি এলাকা। বিস্ফোরনের তীব্রতা এতটাই ছিল ক্লাব ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ক্লাবের দরজা জানালা বহুদূরে ছিটকে পড়ে। ঘটনায় লালু শেখ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে তিন জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন ভিডিও