আত্মীয়স্বজন মারা গেলে শবদাহের জন্য আর শ্মশানে গিয়ে লাইন দিয়ে অপেক্ষা করতে হবে না। এবার ঘরে বসে অনলাইন ইলেকট্রিক চুল্লির বুকিং করা যাবে। এই ব্যবস্থা প্রথম চালু হচ্ছে বেঙ্গালুরুতে। এই অভিনব ভাবনার আবিষ্কর্তা আইএফএস আধিকারিক মনোজ রাজন।নভেম্বরে শুরু হওয়ার কথা এই পরিষেবার।
এতদিন অনলাইনে ঘরে বসে সব জিনিসই পাওয়া যাচ্ছিল। এবার তার সাথে নতুন সংযোজন। তবে অবাক করা সংযোজন বলা যেতে পারে । আত্মীয়ের মৃত্যুর পর পরিবারের মানসিক অবস্থা ভালো থাকে না। সেই সময় ঘরে বসে যদি গুরুত্বপূর্ণ এই সুবিধা পাওয়া যায় তাহলে টেনশন অনেকটা কমে। বুকিং এর সঙ্গে সঙ্গে অনলাইনে দাহকার্যের সময়ও জানিয়ে দেওয়া হবে।