নিচের লিঙ্কে ক্লিক করে ভিডিও নিউজ দেখুন।👇
নূর আহমেদ, মেমারি: আবার করোনা আক্রান্তের হদিস পূর্ব বর্ধমানের মেমারিতে। মেমারির পাহাড়হাটীর ৫৭ বছরের এক মহিলা শরীরে মিললো করোনা ভাইরাস। । বর্তমানে তিনি কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য সেখানে ৫ তারিখ ভর্তি হন। রবিবার সকালে লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।
জানা গেছে, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এ মাসের শুরুতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সেখান থেকে বর্ধমানের জাতীয় সড়ক সংলগ্ন আরো একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ৫ তারিখ কলকাতার ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন। সেখানে গতকাল তার রিপোর্টে পজেটিভ আসে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে আজ সকালে পাহাড়হাটীর ক্যনেল পাড় এলাকা সিল করে দেওয়া হয়। পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর কতজন এক সংস্পর্শে এসেছে প্রশাসন তার খোঁজ নিচ্ছে।