নিজস্ব প্রতিনিধিঃ আবারও ঘটলো শিশু পাচারের ঘটনা। তবে এবার পাচারকারীকে হাতেনাতে ধরলো স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মহিলাকে ধরে গণপ্রহার স্থানীয়দের। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় শিশুটিকে। বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ার ঘটনায় চাঞ্চল্য।
এদিন সন্ধ্যায় এলাকার এক নিঃসন্তান দম্পতির ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এলাকাবাসীরা। তাদের সন্দেহ হওয়ায় ওই দম্পতি কে ডেকে জিঞ্জাসাবাদ করে। তারা জানায়, রোশনারা বেগম নামে এক মহিলার কাছ থেকে টাকার বিনিময়ে এই শিশুটিকে নিয়ে এসেছে। রোশনারা ঐ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। এরপর তারা রোশনারকে জিঞ্জাসাবাদ করলে সে জানায়, শহরের একটি নার্সিংহোমে থেকে সে সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে আসে মানুষ করার জন্য। যদি সে নিজেই মানুষ করতে নিয়ে আসে তাহলে ওই দম্পতির কাছে কিভাবে গেল শিশুটি সে নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে রোশনারা গেপ্তার করে। পাশাপাশি ওই নার্সিংহোমের মালিক ও এক আয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশু পাচার চক্রের সঙ্গে যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন সেই ভিডিও-