রাজ কুমার ঘোষ,কালনাঃ এবার সরকারি হাসপাতালের বেড থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে। এই ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মহিলা ওয়ার্ডের একটি বেড থেকে এক শিশু পুত্রকে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে এক মহিলা।
২৮ নভেম্বর কালনা মহকুমা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন মন্তেশ্বরের এই গৃহবধূ। এদিন সকালে শিশুটিকে একা রেখে তিনি বাইরে কাপড় মেলতে বের হন। সেই সুযোগে এক মহিলা বেড থেকে শিশুটিকে চাদরে লুকিয়ে পালানোর সময় এলাকার মানুষদের সন্দেহ হওয়ায় তাকে ধরে ফেলে। উদ্ধার হয় শিশুটি। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানতে পেরেছে অভিযুক্তের নাম মৌরী মণ্ডল।বাড়ি বর্ধমানের পুর্বস্থলী এলাকায়। অন্যদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে অন্য এক মহিলাকে মারধোর করে স্থানীয় বাসিন্দারা। যদিও পুলিশ জানতে পারে সে নিরাপরাধ। শিশু চুরির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
অভিযুক্ত মৌরী মণ্ডলকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।তার সাথে কোনও শিশু পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। জানানো হয়েছে সিআইডিকে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮
দেখুন ধৃত মহিলার ভিডিও-