নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি সব সময় সেরা। বাঙালি সব সময় তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছেন। সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, রাজনীতি থেকে চিকিৎসা, বিজ্ঞান, খেলাধুলা সবেতেই নিজের কর্তৃত্ব বজায় রেখেছে বাঙালি। সারা বিশ্বে নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে তারা। এবার সেই বাঙালিকেই সম্মান জানাবে নিউজ চ্যানেল ‘ আনন্দ বার্তা’।
২ বৈশাখ বর্ধমান টাউন হল মাঠে বসবে চাঁদের হাট। সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, শিল্প, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে বর্ধমান জেলার বেশ কয়েকজন গুনি বাঙালি এদিন হাজির থাকবেন টাউন হল মাঠে। সেখানে এই গুনি মানুষদের সম্মান জানাতে চলেছে সংবাদ সংস্থা ‘ আনন্দ বার্তা’। বিগত বছরেও তারা এই সম্মান প্রদান অনুষ্ঠান করেছিল। বাংলার নতুন বছরে আবার তারা ‘সেরা বাঙালি ১৪২৪’ এই অনুষ্ঠান করতে চলেছে। ‘ আনন্দ বার্তা’র অন্যতম কর্ণধার রাজীব মণ্ডল জানালেন, বর্ধমান জেলার সেরা বাঙালিদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা খুশি। বিভিন্ন জগতের সেরা বাঙ্গালিদের তারা বেছে নিয়েছেন। এদিন সন্ধ্যা ৬ টায় শুরু হবে ‘সেরা বাঙালি সম্মান ১৪২৪’। সম্মান প্রদান ছাড়াও থাকছে জমজমাট বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ‘হাইলাইটস বেঙ্গল’। এদিন টাউন হল মাঠ থেকে অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করবে’ আনন্দ বার্তা’।
***প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।