সমাজের জন্য ভালো কিছু করার ইচ্ছা। সেই ইচ্ছা থেকেই সারা বছরই নানা কর্মকান্ডে যুক্ত থাকে ‘বর্ধমান ওয়েভ’ নামে একটি সংস্থা। এদিন বর্ধমানে উঠতি খেলোয়াড়দের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো এই সংস্থা । কলকাতা পিয়ারলেস হসপিটালের তত্ববধানে এই শিবির হয়। এই শিবির ঘিরে সকাল থেকেই সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলার খুদে খেলোয়াড়ের শারীরিক পরীক্ষা হয়। পাশাপাশি খেলোয়াড়দের অবিভাবক সহ সাধারণ মানুষও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পায়। সব মিলিয়ে প্রায় ১২০ জনের সম্পুর্ন বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হয়।
এদিন এই শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা। উপস্থিত ছিলেন বিধায়ক নিশিথ মালিক, জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম, জেলা বাস্কেটবল ভলিবল অ্যাসোসিয়েশনের আধিকারিক বনবিহারী যশ সহ অন্যান্যরা। সংস্থার পক্ষ থেকে তনুশ্রী আলি ও সপ্তর্ষি ঘোষ জানান, আগামী দিনে এই ধরনের আরো ভালো কাজ তারা করতে চান।