নিউজ ডেস্কঃ এবার মোমো গেমে খুনের হুমকি। মোমো গেম না খেললে ১২ ঘন্টার মধ্যে খুনের হুমকি এক যুবককে। আতঙ্কিত পরিবার। চাঞ্চল্য বর্ধমান শহরে। থানায় অভিযোগ।
বর্ধমানের বাদামতলার বাসিন্দা আকাশ সোনকার। পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। গতকাল বিকালে তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে তার হোয়াইটহ অ্যাপ এ একটি ম্যাসেজ আসে। তাতে মোমো গেম খেলার প্রস্তাব দেওয়া হয়। ওই যুবক মোমো গেমের ওই নম্বরে বেশ কিছুক্ষন চ্যাট করে। এরপর তাকে একটা লিঙ্ক দেওয়া হয়। এবং জানানো হয় গেম না খেললে ১২ ঘন্টার তাকে মেরে ফেলা হবে। এমন হুমকি দেওয়া হয়। এতে আতঙ্কিত ওই যুবক সহ তার পরিবার। তারা থানায় অভিযোগ জানায় । ওই নম্বরটি ব্লক করা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮