নিজস্ব প্রতিনিধি,নদিয়াঃ দুষ্কৃতি গুলিতে খুন হলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণীতে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। মৌমিতা বিশ্বাস নামে এই ছাত্রী কল্যাণীর স্নেহাংশুকান্ত আচার্য ল কলেজের প্রথম বর্ষের পড়ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কল্যাণী এক্সপ্রেস ওয়ের পাশে একটি বি এড কলেজের কাছে তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাইকে করে এক দুষ্কৃতি খুব কাছ থেকে তাকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ছাত্রীর বাড়ি খড়দহর পাতুলিয়ায়। বাবা বিমান বিশ্বাস খড়দহ থানায় কর্মরত। কলেজ আবাসনে থেকেই পড়াশোনা করছিল সে। তবে এই আবাসন থেকে প্রায় ৪ কিমি দূরে কি ভাবে গেল মৌমিতা তা নিয়ে ধন্দে পুলিশ। খুনের কারণ খতিয়ে দেখছে তারা। খুনিকে খুঁজতে এলাকায় চলছে নজরদারি।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮