পথিকৃৎ বৈরাগ্য,পূর্ব বর্ধমানঃ কোন ভি ভি আই পি আসার কথা ছিল না। হয়নি কোন রাজনৈতিক উত্তেজনা। অথচ সকাল থেকেই পূর্ব বর্ধমানের গুসকরা এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। এলাকা জুড়ে পুলিশি টহলদারি। বিশেষ করে জাতীয় সড়কে বাড়তি নজরদারি ছিল। তবে এত নিরাপত্তা ব্যবস্থা কেন?
গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট অশোক হাজরার স্বাস্থ্যভবন থেকে রিলিজ অর্ডার ঘিরেই উত্তেজনার আশঙ্কায় মোতায়েন হয় প্রচুর পুলিশ । স্বাস্থ্য দফতর সূত্রে জানাগেছে, গত মঙ্গলবারই তাকে রিলিজ করে দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি পুরুলিয়ার বান্দোয়ানে রওনা হবে বলে জানিয়েছেন অশোকবাবু। গত সপ্তাহে অশোকবাবুর বদলির খবর পৌঁছাতেই এলাকার মানুষ তার বদলি আটকাতে তিন ঘন্টা ২বি জাতীয় সড়ক অবরোধ করেন। এলাকাবাসীদের বক্তব্য, হাসপাতালে রাতে ডাক্তার না থাকলে অশোকবাবুই তাদের চিকিৎসা পরিষেবা ্দিতেন। তাই তাকে আটকাতে আন্দোলন। এদিনই নতুন জায়গায় তাকে যোগ করার নির্দেশ আসে। অশোকবাবু জানান, সরকারি আদেশ মানতেই হবে।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com
বিজ্ঞাপনের জন্য ফোন করুন – ৭৯০৮০০২২৪৮