নিউজ ডেস্ক: থিমের পুজোর রমরমা হলেও এখনো গ্রাম বাংলার অনেক সাবেকি পুজো অতীত ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে। সে রকমই একটি পুজো পূর্ব বর্ধমানের মেমারির মেরুয়া সার্ব্বজনীন দূর্গা পুজো। ৬৪ বছরে পা দেওয়া এই পুজো ঘিরে আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকার সকল বাসিন্দা। গ্রামের এই পুজোকে ঘিরে জমজমাট এলাকা। নিয়ম রীতি মেনে এখনো নিষ্ঠার সাথে এই পুজো হচ্ছে এখানে। সকল গ্রামীদের জন্য অন্ন ভোগের আয়োজন থাকে। পুজোকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মাতেন সকলে। মিলন ক্ষেত্রে পরিনত হয় এলাকা।