ভাবছেন গয়না কিনবেন? কিন্তু অবশ্যই প্যান কার্ড নিয়ে যাবেন। না গেলে গয়না তো পাবেনই না উপরন্তু নজরে চলে আসবেন আরকর দপ্তরের। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের ৫০০, ১০০০ টাকা বাতিলের পর দেশে গয়নার দোকানের বিক্রির মাত্রা বহুগুণ বেড়ে গেছে। পাল্লা দিয়ে সোনার দামও অনেকটা বেড়ে গেছে। সোনার দাম বাড়লেও কেনা বন্ধ হয়নি। বরং বেড়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি গোয়েন্দা বিভাগ এবার নজরদারি চালাচ্ছে গয়নার দোকানে। তারা জানিয়েছেন, যারা নিয়ম না মেনে গয়না কিনবেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই সোনার দোকানগুলিতে নোটিস পাঠিয়ে দিয়েছেন তারা। প্রত্যেক দোকানে সরকারি নিয়মে গয়না বিক্রি হচ্ছে কিনা তা তারা নজর রাখছে। পাশাপাশি প্রত্যেক ক্রেতারা প্যানকার্ড ব্যবহার করছে কিনা তাও দেখা হচ্ছে। প্যান কার্ড ছাড়া গয়না বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন তারা।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।