ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে আধার লিঙ্ক ৩১ ডিসেম্বরের মধ্যেই করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে সহজেই নিজেই আধার লিঙ্ক করে নিতে পারেন ঘরে বসেই। দেখে নিন সেই পদ্ধতি।
১) SMS করে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে পারেন।
মোবাইলের মেসেজ বক্সে নিউ মেসেজ অপসানে যান। টাইপ করুন UID তারপর একটা স্পেস দিন এরপর আধার নম্বর। তারপর আবার স্পেশ দিয়ে অ্যাকাউন্ট নম্বর। পাঠিয়ে দিন 567676 নম্বরে।
(UID_ADHAR NO_A/C No)
২) অনলাইনে SBI ওয়েব সাইডের মাধ্যমে।
গুগুলে টাইপ করুন https://www.onlinesbi.
সেখানে ‘পার্সোনাল ব্যাঙ্কিং’ সেকশনের মাধ্যমে লগ ইন করুন।
বাঁ দিকে ‘মাই অ্যাকাউন্টস’ এর ভিতরে লক্ষ্য ক্রুন ‘লিঙ্ক ইয়র আধার নম্বর’ নামে একটি বিভাগ রয়েছে। এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিন। এরপর দিন আধার নম্বর। শেষে ‘সাবমিট’ এ ক্লিক করুন।
৩) ATM এর মাধ্যমে আধার আপডেট
প্রথমে ATM মেশিনে কার্ডটি সোয়াইপ ক্রুন। এরপর মেনু থেকে ‘সার্ভিস’-এ ক্লিক করুন। তারপর ‘রেজিস্ট্রেশনস্’-এ ‘আধার রেজিস্ট্রেশন’ অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এরপর অ্যাকাউন্ট টাইপ বক্সে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এরপর আধার নম্বর সাবমিট করুন।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com