৭২ বছর বয়সে জীবনাবসান হল রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী ও পলিটব্যুরোর সদস্য নিরুপম সেন এর এদিন ভোর পাঁচটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।২০১৩ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হলেও পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন। যে কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে সরে যান তিনি । অসুস্থ অবস্থাতেও হুইল চেয়ারে বসে পার্টির অনেক সভা তে যোগ দিতে দেখা যেত। ১৯৬১ সালে পার্টির সদস্য হন। জেলা কমিটির সদস্য হন ১৯৬৮ সালে। এরপর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছিলেন ১৯৭৮ সালে। জেলা কমিটির সম্পাদক ছিলেন ১৯৮৯ সাল থেকে। রাজ্য কমিটির সদস্য হন ১৯৮৫ সালে। রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হন ১৯৯৬ সালে। কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন১৯৯৮ সালে। পলিটব্যুরো সদস্য পলিটব্যুরোর সদস্য হন ২০০৮ সালে। সংসদীয় রাজনীতিতে তিনি প্রভাব ফেলে ছিলেন। বিধানসভার সদস্য হন ১৯৮৭, ২০০১ ,২০০৬ সালে। রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন ২০০১,২০০৬ সালে। ২০০১ সালে রাজ্যের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী ছিলেন। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত আবার শিল্প এবং বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলান। তিনি একাধিক গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘ রাজনৈতিক অর্থনীতি’,’সময়ের দর্পণে কমিউনিস্ট ইস্তেহার’, ‘বিকল্পের সন্ধানে’, ‘প্রসঙ্গ মতাদর্শ’, ‘কেন এই বিতর্ক’, ‘সাম্প্রদায়িকতার মোকাবিলা’ প্রভৃতি। বুধবার তার মরদেহ বর্ধমান নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮