নিজস্ব প্রতিনিধি, মালদাঃ স্কুল চলাকালীন ছাত্রীর মাথায় সিঁদুর। তাও আবার স্কুলেরই শিক্ষক। ঘটনায় চাঞ্চল্য মালদহের ভিমটোলা জুনিয়র হাইস্কুলে।
অভিযোগ, এদিন স্কুলের শিক্ষক ধনপতি মণ্ডল স্কুল চলাকালীন এক ছাত্রীর মাথায় সিঁদুর দিয়ে দেয়। পঞ্চাশোর্ধ ওই শিক্ষকের এমন কীর্তি দেখে হতবাক সহকর্মী, ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীরা সকলে। যদিও এরপরই সেখান থেকে পালিয়ে যায় ওই অভিযুক্ত শিক্ষক। জানা গেছে, শুধু সিঁদুর নয়, তিনি সঙ্গে করে শাঁখা ও মালাও নিয়ে এসেছিলেন। কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হয়নি। সেগুলো পড়ানোর আগেই ছাত্রীটির চিৎকারে অন্যান্য শিক্ষকরা ছুটে আসেন। এবং অবস্থার বেগতিক দেখে পালিয়ে যান। পা্শ্ববর্তী গ্রামে এই খবর যেতেই সকলে ছুটে আসে। এবং তারা অন্যান্য শিক্ষকদের একটি ঘরে আটকে বিক্ষোভ দেখায়। তাদের মারধোর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে মেয়েটির পরিবারের লোকেরাও সেখানে পৌছায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।