নিউজ ডেস্ক: শুধু চন্দননগর নয় রাজ্যের অন্যান্য প্রান্তেও জাঁকজমকের সাথে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মধ্য শিবপুর নবারুণ সংঘের পুজো পঞ্চম তম বর্ষে পড়লো। এবছরের থিম ভারতের জাতীয় ক্লাব মোহনবাগান। সৌম্য লাহা ও ক্লাবের অন্যান্য সদস্যের ভাবনায় এই থিম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মোহনবাগান ক্লাবের আদলে তৈরি করা হয়েছে মন্ডপ। চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা এলাকা। প্রতিমা তৈরি করেছেন শিল্পী গোষ্ঠ পাল ও পার্থ পাল।
পূজা কমিটির সভাপতি সুমন মন্ডল ও সৌমিত্র দাস জানিয়েছেন, বিগত বছরেরও নতুন ভাবনা তারা রেখেছিলেন। এ বছরের নতুন কিছু করতে চেয়েছিলে যা মানুষের কে আনন্দ দেবে। সেই ভাবনা থেকেই তাদের থিম মোহনবাগান। পূজা কমিটির সম্পাদক তন্ময় দাস জানিয়েছেন, এই পুজো ঘিরে এলাকার মানুষ আনন্দে মেতে ওঠেন। তবে বাঙালি হৃদয় জুড়ে রয়েছে ফুটবল। আর ফুটবল মানেই মোহনবাগান। তাই মোহনবাগান ক্লাবের আদলে সাজানো হয়েছে মন্ডপ।
এই পুজো ঘিরে শুধু এই এলাকা নয় পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মানুষজন আসেন।