জাতীয় সঙ্গীতের অপব্যবহার রুখতে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিনেমা হলগুলিতে সিনেমার শুরুতেই জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক। এবং জাতীয় সঙ্গীত বাজানোর সময় জাতীয় পতাকার প্রদর্শন করতে হবে বড় পর্দায়। পাশাপাশি জাতীয় সঙ্গীত চলাকালীন প্রতিটি দর্শককে উঠে দাঁড়াতে হবে। এমনই নির্দেশ জারি করলো শীর্ষ আদালত। এছাড়াও ব্যবসায়িক স্বার্থে জাতীয় সঙ্গীত ব্যবহার করা যাবে না। কিংবা নাটকীয়ভাবে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বলে নির্দেশ শীর্ষ আদালতের। আগামী ১০ দিনের মধ্যেই সিনেমা হলগুলিতে এই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া কোনও আপত্তিকর বা অবাঞ্ছিত জাতীয় পতাকা প্রিন্ট করা যাবে না। একটি মামলার রায়ে আজ এই নির্দেশ সুপ্রিম কোর্টের। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে। বহু বছর আগে সিনেমা হলগুলিতে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম ছিল। ক্রমশ সেই নিয়ম বন্ধ হয়ে যায়। তবে ২০০৩ সালে মহারাষ্ট্র সরকার সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর নির্দেশ দেয়। এখন শীর্ষ আদালতের এই নির্দেশে জাতীয় সঙ্গীতের অপব্যবহার বন্ধ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।