নূর আহমেদ, মেমারি: পুণ্যার্থী বোঝায় বাস দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের মেমারির পালসিটে দুই নম্বর জাতীয় সড়কের একটি পূণ্যার্থী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জখম কয়েকজন। বাসটিতে ১৬ জন যাত্রী এবং দুজন চালক ছিলেন । জানা যায় লকডাউন এর আগে কলকাতা থেকে উত্তরাখণ্ড বেড়াতে গিয়েছিলেন ১৬ জনের একটি পুণ্যার্থীর দল । সেখানে তারা আটকে পড়ে ছিলেন। এরপর সরকারি অনুমতি নিয়ে তারা আজ কলকাতার উদ্দেশ্যে ফিরছিলেন। ফেরার পথেই দু নম্বর জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং রাস্তার অপর দিকে উল্টে যায়। পুলিশ এবং এলাকার মানুষজন উদ্ধার কাজে হাত লাগান । কয়েকজন যাত্রী অল্প জখম হন। তাদেরকে চিকিৎসা করানো হয়। পরে অন্য একটি বাসে তারা কলকাতার উদ্দেশে রওনা দেন।
আপডেট খবর জানতে Facebook page Like করুন।