ত্রিশ দিনে জিও – র গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লক্ষ। আর এর মধ্যে দিয়ে তারা সৃষ্টি করলো নতুন রেকর্ড। এত কম সময়ে এত গ্রাহক এর আগে কোন কোম্পানি করতে পারেনি বলে রিলায়েন্স জিও-র পক্ষ হতে দাবি করা হয়েছে। শুধু তাই নয় কম দিনে এত সাফল্য কোনও সোশ্যাল মিডিয়া সংস্থার ও নেই। রিলায়েন্স জিও ব্যবসা শুরু করার এক মাসের মধ্যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবার মাধ্যমে তারা অসংখ্য গ্রাহকদের কাছাকাছি পৌঁছে গেছে। গত ৫ সেপ্টেম্বর রিলায়েন্স জিও বাজারে লঞ্চ করে। এক মাস কাটতে না কাটতেই তাদের গ্রাহক সংখ্যা প্রায় দেড় কোটি । তবে ১০ কোটির লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী। কারণ শুরুতে তিনি ঘোষণা করেছিনেল, দ্রুত গ্রাহক সংখ্যা ১০ কোটিতে নিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। তবে মাত্র ত্রিশ দিনে ১ কোটি ৬০ লক্ষ গ্রাহক সংগ্রহ করে তিনি বুঝিয়ে দিয়েছেন বাকি টার্গেট পূরণ করা কেবল সময়ের অপেক্ষা।