ঈদ উপলক্ষ্যে ৪৫০ জন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হল। বর্ধমান ১ নং ব্লক জয় হিন্দ বাহিনী র চেয়ারম্যান সেখ হালিম সাহেবের উদ্যোগে জুনুড়া গ্ৰামে এই কর্মসূচি পালন করা হল। উপস্থিত ছিলেন জেলা জয় হিন্দ বাহিনী র সভাপতি রবীন নন্দী, জয় হিন্দ বাহিনীর উত্তর বিধানসভার চেয়ারম্যান সেখ ডালিম,জয় হিন্দ বাহিনী র কোর কমিটির সদস্য তন্ময় মুখার্জি,জেলার প্রচার সম্পাদক সৌমেন যশ, জেলা তৃণমূল নেতা বাবলু ঘোষ,বর্ধমান উত্তর বিধানসভার প্রচার সম্পাদক অনির্বাণ চৌধুরী, বর্ধমান ১ ব্লক জয় হিন্দ বাহিনী র ভাইস-চেয়ারম্যান সেলিম মল্লিক,বাঘাড় ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব সেখ রহমত, বাঘাড় ১ অঞ্চল জয়হিন্দ বাহিনী র সভাপতি সেখ নুরুদ্দিন, বেলকাশ অঞ্চল জয় হিন্দ বাহিনী র সভাপতি সেখ সারুখ,সেখ শুকুর,সেখ সাদ্দাম সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।