সেখ সামসুদ্দিনঃ ডেঙ্গু রুখতে অভিনব উদ্যোগ। পাল্লা রোড পল্লীমঙ্গল সমিতি ও ডাক্তার অঙ্কন সাঁই এর যৌথ প্রচেষ্টায় এদিন বর্ধমান স্টেশনের ভবঘুরে ও তাদের সন্তানদের জন্যছ মশা মারা ধুপ, লোশন সহ স্বাস্থ্য সামগ্রী বিলি করা হলো। বর্ধমান স্টেশন চত্বরের ২০০ ভবঘুরেকে এই সামগ্রী বিলি করা হয়। পরিস্কার পরিছন্ন থাকতে ও নোংরা জীবানু থেকে বাঁচতে সাবান, শ্যাম্পু, তেল, মাজন, দাঁত মাজা ব্রাশ দেওয়া হয়। মশার হাত থেকে বাঁচতে মশা মারা ধুপ ও লোশন বিলি করা হয়। এর সাথে পরিছন্নতার পাঠও দেওয়া হয়। ডাঃ অঙ্কন সাঁই বর্তমানে কাটোয়ার শ্রীখন্ড স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত , স্টেশনের ভবঘুরদের জন্য অনেকে খাবার বা পরনের কাপড়ের ব্যবস্থা করলেও এই বর্ষায় মশার হাত থেকে তাদের বাঁচাতে এই প্রচেষ্টা এক দৃষ্টান্ত হয়ে থাকল। ঠিক এক মাস পর আবার এই রকম সামগ্রী বিলির উদ্যোগ নেওয়া হবে বলে জানান পাল্লা পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com