‘তৃণমূল করি বলে লজ্জা হয়’ আদালত চত্বরে দাড়িয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন গ্রেপ্তার হওয়া তৃনমূল কাউন্সিলর চঞ্চল গড়াই। তিনি ছিলেন গুসকরার প্রাক্তন চেয়ারম্যান। বর্ধমানের আউশগ্রামের ঘটনায় গ্রেপ্তার তৃনমূল কাউন্সিলর চঞ্চল গড়াই। এছাড়াও গ্রেপ্তার হয় সিপিএম এর জোনাল কমিটির সম্পাদক সুরেন হেমব্রম সহ ১১ জন। ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়। আদালতে উঠার সময় সাংবাদিকদের বলেন, তিনি দলের অনেক পুরনো কর্মী। নন্দী গ্রামে শুরু হয়েছিল। গুসকরায় তৃনমূলকে এগিয়ে নিয়ে যান। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে তার দাবী। তার পরিবারের লোকেরা অভিযোগ করেন, পুলিশ অভব্য আচরণ করেছে। অশ্লীল গালগালাজ করেছে।
গ্রামে এদিন থমথমে পরিবেশ। দোকানপাট বন্ধ। পুলিশের বাইক বাহিনী গ্রামে টহল দিচ্ছে। থানায় হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ বাবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
কি বললেন চঞ্চল গড়াই ও তার পরিবার। নিচে দেখুন ভিডিও-