নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে হিন্দুধর্মালম্বী হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষরা। তবে এই পুজোকে ঘিরে সকল সম্প্রদায়ের মানুষ আনন্দে মেতে ওঠেন। কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে ছট পুজো হয়। সারা দেশের সাথে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হল ছটপূজা। জেলা সদর শহর বালুরঘাটের আত্রেয়ী নদীতে এদিন পুর্নাথীদের ভিড় চোখে পড়ার মতো। রবিবার বিকেল হতেই পুজো সেরে সুর্য দেবতাকে প্রণাম করতে নদীতে নেমে পরেন ভক্তরা। সোমবার ভোরে সূর্য ওঠার আগে আবার পুজো দিতে আসবেন তারা। প্রতিটি ঘাট সাজিয়ে তোলা হয়েছে। কোনও রকম অসুবিধা যাতে না হয় তার জন্য ব্যবস্থা করেছে প্রশাসন।
*প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
এই দিন মূলত সূর্যের পুজো হয়। সূর্যদেবকে আরাধনা করা হয় এদিন ‘। উৎসবকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশী ব্যাবস্থা জোরদার করা হয়েছে।