দল থেকে বহিষ্কার করা হল সি পি আই (এম) বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আইনুল হক কে। বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক এক সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপ এবং পার্টির মর্যাদার পক্ষে গুরুতর হানিকর কাজের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। এব্যাপারে উচ্চ নেতৃত্বের সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত বলে তিনি জানান। তবে পার্টির সম্মানহানিকর কাজের বিস্তারিত ব্যাখ্যা অচিন্ত্য বাবু দেননি। তিনি জানিয়েছেন, পার্টি গঠনতন্ত্রের ১৯নং ধারা, ১৩নং উপধারা অনুযায়ী পার্টি থেকে সরাসরি তাকে বহিষ্কার করা হয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণের জোটের প্রার্থী ছিলেন আইনুল হক। তৃনমূল প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিপুল ভোটে পরাজিত হন। বিগত বোর্ডের বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। দলের গুরুত্বপূর্ণ এই নেতার হঠাৎ বহিষ্কারের খবরে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়।তিনি তৃনমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলেও কানাঘুষো চর্চা শুরু হয়েছে। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে এব্যাপারে দলের কোন ক্ষতি হবে না। এই মুহূর্তে ব্যাক্তিগত কারনে বর্ধমানের বাইরে রয়েছেন আইনুল হক। ফোনে তিনি প্রতিক্রিয়ায় জানান, শারীরিক ভাবে দলের সঙ্গে না থাকলেও মানসিক ভাবে দলের সঙ্গে তিনি আছেন।