প্রসূন সামন্ত , বর্ধমানঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনেই তৃণমূলের দুই সংগঠনের হাতাহাতি। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ সহ বারো দফা দাবিতে সারা বাংলা তৃনমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেপুটেশন দেওয়া হয়। এর সাথে প্রায় ২ ঘণ্টা ধরে চলে ঘেরাও অভিযান।
ডেপুটেশন জমা দেওয়ার জন্য শিক্ষাবন্ধুর সদস্যরা যখন উপাচার্যের ঘরে প্রবেশ করে তখন সেখানে উপাচার্যের উপস্থিতিতে ই. সি – র বৈঠক চলছিল । ইতিমধ্যে বৈঠকে উপস্থিত সদস্যদের সঙ্গে অ-শিক্ষক কর্মচারীদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এই সময় তৃনমূল ছাত্র পরিষদের সদস্যরা উপাচার্যের ঘরে ঢুকে শিক্ষাবন্ধু সদস্যদের জোর করে বের করে দিতে চাইলে দু –পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি দেখে ই. সি- র সদস্যরাই দু-পক্ষকে ঘর থেকে বের করে দেয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তৃণমূলের দুই সংগঠনের এই প্রকাশ্য বিবাদে অসস্থতিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।
দেখুন সেই ভিডিও-