নিউজ ডেস্কঃ অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠেই বরাবর আক্রমণাত্মক ছিলেন। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেন। তিনি বলেন, “ক্যাশ লেস ইন্ডিয়ার কথা বলা হচ্ছে।ক্যাশই নেই তো ক্যাশ লেস।ব্যাঙ্কে টাকা নেই, পোস্ট অফিসে টাকা নেই। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না।৯২ % গ্রামে ব্যাঙ্ক ও পোস্ট অফিস নেই।” এই দু’মাসে রাজ্য সরকারের রাজস্ব আদায়ে ক্ষতি হয়েছে ৫ হাজার ৫০০ কোটি টাকা। উপলক্ষ ছিল মাটি উৎসব। কিন্তু নোটবাতিলের ইস্যুই এদিন প্রাধান্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে নোটবাতিল নিয়ে তিনি কবিতা লিখেছিলেন। এবার মাটি উৎসবের মঞ্চে তিনি নোটবাতিলের বিরুদ্ধে ছড়া শোনালেন-
‘মোদীর নোটবাতিলের দু’মাস
মানুষের সর্বনাশ
মোদীবাবুদের মধুমাস
সাধারণ মানুষের বনবাস।’
এছাড়াও নোট বাতিল প্রসঙ্গে আরও অনেক কিছু বললেন। রইল সেই ভিডিও। দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী।
এদিন মাটি উৎসবের মঞ্চ থেকে ৬৫ টি প্রকল্পের উদ্বোধন করেন যার জন্য বরাদ্দ ৭০ কোটি টাকা।শিলান্যাস করেন প্রায় ৩১৬ কোটি টাকা প্রকল্পের । সরকারি সুবিধা দেওয়া হয় ২০২২জনকে। উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
নিচে দেওয়া হল মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভিডিও। ক্লিক করে শুনুন-