সোমবার বাংলা বনধের ডাক দিল বামফ্রন্ট। নোট বাতিলের প্রতিবাদে তারা ১২ ঘণ্টার বনধের ডাক দেয়। এদিন সাংবাদিক বৈঠক ডেকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বনধের আওতার বাইরে বিয়ে বাড়ি, ব্যাংক, পোস্ট অফিস, এটিএম।
কংগ্রেস বনধের নৈতিক সমর্থন করছে। তবে এই বনধের বিরোধিতা করছে তৃনমূল। সোমবার সব সরকারি কর্মীদের হাজিরার নির্দেশ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বনধে মানুষের দুর্ভোগ আর বাড়বে।আমরা কোন বনধ সমর্থন করি না”।