নিউজ ডেস্কঃ হাত খরচ সবারই লাগে। তাই সকাল থেকেই শুরু প্রতিটি ব্যাঙ্কের সামনে লাইন। এদিন দিল্লীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পার্লামেন্ট শাখাতে হটাৎ লাইনের মধ্যে দেখা যায় রাহুল গান্ধিকে। কিছুক্ষণের জন্য সবাই অবাক হলেও রাহুলকে দেখে তারা উৎসাহ পান। কেউ কেউ রাহুল গান্ধীর সঙ্গে লাইনে দাঁড়িয়ে সেলফিও তোলেন। শুধু কি তাই নিজেও নিজের মোবাইলে সেলফি তোলেন। বললেন হাত খরচের জন্য চার হাজার টাকার পুড়নো নোট বদলাতে এসেছি হাত জন্য। লাইনে দাঁড়িয়ে থাকার সময় ব্যাঙ্কের ভিতরে কেউ কেউ নিয়ে যেতে চাইলে তিনি বলেন, ‘আমি আর পাঁচটা মানুষের মত লাইনে দাঁড়াতে চাই, আমি এখানে সাধারণ মানুষের কষ্ট ভাগ করে নিতে এসেছি’। পাশাপাশি মোদীর উদ্দেশ্যে বলেন, ‘শুধুমাত্র দশ পনেরো জনের সরকার না হয়ে মোদী সরকারের উচিৎ ছিল সাধারন মানুষের পাশে দাঁড়ানো’।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।