নিজস্ব প্রতিনিধিঃ নোট বাতিলের জেরে মালিক পক্ষ বন্ধ করে দিল বিস্কুট কারখানা। বর্ধমানের শক্তিগড়ের এই বিস্কুট কারখানাটি প্রায় ১৬ দিন ধরে বন্ধ। ফলে সমস্যা প্রায় ৪০০ শ্রমিক ও তাদের পরিবার। শ্রমিকদের অভিযোগ নোট বাতিলের পর থেকে পুরনো নোটেই শ্রমিকদের মজুরি দিচ্ছিল মালিকপক্ষ। শ্রমিকরা নতুন নোটে বেতন দেওয়ার দাবি জানায়। কিন্তু এতদিন মালিক তা না দিলেও শ্রমিকরা তা মেনে নেন। সম্প্রতি মালিকপক্ষ জানিয়ে দেয় ব্যাঙ্ক থেকে পর্যাপ্ত টাকা না পাওয়ায় তারা এই মুহুর্তে মজুরি দিতে পারবে না। এই ঘোষণার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে তাদের। প্রায় ১৬ দিন আগে এই কারখানার মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেয়। ফলে চরম সমস্যায় শ্রমিকরা। পরিবার নিয়ে কিভাবে সংসার চালাবে বুঝে উঠতে পারছে না। যদিও শ্রমিকরা এর পিছনে মোদীর টাকা বাতিলের সিদ্ধান্তকে দায়ি করেছে। কবে এই সমস্যা মিটবে বুঝতে পারছে না তারা।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।