নিউজ ডেস্কঃ নোট বাতিলের জেরে মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মৃত দুই পরিবারের সদস্যদের মধ্যে একজন করে রাজ্য সরকারের চাকরি পাবে।
রাজ্য সরকারি কর্মী বেহালার বাসিন্দা কল্লোল রায়চৌধুরী এটিএম এ টাকা তোলার লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কল্লোল বাবুর পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। অন্যদিকে বর্ধমানের কালনার রাহাতপুরের বাসিন্দা পেশায় চাষি শিবু মান্ডি খেতমজুরদের টাকা সমবায় থেকে না পাওয়ায় আত্মঘাতী হয়। ইতিমধ্যেই তার স্ত্রীকে বিধবা ভাতা চালু করে দেয় প্রশাসন। এদিন তার ছেলে মিলন মান্ডিরও চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।