কৌশিক দত্ত, কাটোয়াঃ ৫০০ ও ১০০০ টাকার নোট হঠাৎ বাতিলের সিদ্ধান্তে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সমালোচনার ঝড়ও উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই মাঝে এক ব্যাতিক্রমী ছবি ধরা পড়লো বর্ধমানের কাটোয়ায়। সকাল থেকে আনন্দ উৎসবে সামিল হয়েছেন কিছু মানুষ।
মোদীর ফটোয় মালা। নিচে বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট। আতস বাজি পুড়িয়ে ঢাক ঢোল বাজিয়ে চললো আনন্দ উৎসব। সঙ্গে সাধারণ মানুষকে মিষ্টি ও লজেন্স বিতরণ। এভাবেই আজ সকাল থেকে কাটোয়া বাজারে আনন্দ মাতলেন এলাকার মানুষরা। তাদের বক্তব্য কালো টাকা কালো টাকা ফেরাতে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।