হাইলাইটস বেঙ্গল ডেস্ক: আবার পূর্ব বর্ধমানের করোনা আক্রান্ত। এবার করোনা আক্রান্ত জেলার দুই পরিযায়ী শ্রমিক ।
পূর্ব বর্ধমানের ভাতারের বড় পোষলা গ্রামের ৩০ বছরের এক পরিযায়ী শ্রমিকের আক্রান্তের খবর এসেছে। তিনি হরিয়ানায় কাজ করতেন। দিল্লি থেকে তিনি হাওড়া এসে পৌঁছান ১৫ তারিখ। সেখান থেকে বর্ধমানে আইসোলেশনে রাখা হয়। ১৬ তারিখ লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তারপর প্রশাসন থেকে তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার সঙ্গে আসা আরো অনেকেরই লালারস সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে এই পরিযায়ী শ্রমিকের রিপোর্ট পজিটিভ আসে।
অপরজন মঙ্গলকোটের নতুনহাটের কোড়া পাড়ার বাসিন্দা ২৮ বছরের যুবক । তিনি চেন্নাই থেকে ফিরে ছিলেন বর্ধমানে ১৫ তারিখ। তাকেও ১৬ তারিখ লালারস সংগ্রহ করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তার রির্পোট পজেটিভ আসে। এরপরই তাদের দুর্গাপুরে সনকা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ভাতারের সরাসরি সংস্পর্শে আসা পরিবার সহ ৯ জনকে এবং মঙ্গলকোটে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ২২ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ওই দুটি এলাকায় কন্টেইমেন্ট জোন হিসেবে শীল করে দেওয়া হয়েছে। এর আগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এক পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হয়েছিলেন। এই নিয়ে জেলায় তিন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হলেন । তাই যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।।
আপডেট খবরের জন্য হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।