নিজস্ব প্রতিনিধিঃ অসহায় যাত্রী সেজে ট্রাকে উঠে ৩ দুস্কৃতি । এরপর সিনেমার কায়দায় অপারেশন। সরল মনে বিশ্বাস করে প্রান গেল চালকের। তবে সব চেষ্টা ব্যর্থ দুস্কৃতিদের। পুলিশ ধাওয়া করে লোহা ভর্তি ট্রাক উদ্ধার করলেও পলাতক দুস্কৃতিরা। পূর্ব বর্ধমানের আঝাপুর এলাকার ২ং জাতীয় সড়কের ঘটনায় চাঞ্চল্য।
ট্রাকের খালাসি বিশ্বকর্মা যাদব জানিয়েছে, মৃত চালক তার দাদা। নাম পিন্টু যাদব। দূর্গাপুরে লোহা বোঝাই করে শালিমার এর উদ্দেশ্যে আসার সময় ঐ এলাকায় তিন ব্যাক্তি শালিমার যাবে বলে গাড়িতে ওঠে। পালসিট টোল প্লাজা পার হয়ে মশাগ্রামের কাছে একটি হোটেলে দাড় করায় খাবার খাওয়ার জন্য।পিন্টু ও দুই দুস্কৃতি গাড়িতে থেকে যায়। বিশ্বকর্মা ও এক দুস্কৃতি খাবার খেতে যায়।কিন্তু খাবার না খেয়ে তারা জল নিয়ে চলে আসে। ফিরে আসার পর গাড়িতে উঠে দাদাকে দেখতে না পেয়ে দাদা কোথায় জানতে চাইলে তাকে মারধোর শুরু করে।কোনোক্রমে সে ট্রাক থেকে ঝাপ মারতেই দুস্কৃতিরা ট্রাক নিয়ে চম্পট দেয়। পুলিশে অনুমান বিশ্বকর্মা যখন খাবার আনতে যায় সেই সুযোগে দুস্কৃতিরা চালককে মারধর শুরু করে। ভারি বস্তুু দিয়ে চালকের মাথায় আঘাত করে। এরপর ভাই বিশ্বকর্মা দাদাকে রক্তাক্ত অবস্থায় পাশের নয়নজলিতে পরে থাকতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকারেই আশপাশের মানুষজন ছুটে আসে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে দুস্কৃতিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটির চালককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। বিজ্ঞাপনের জন্য ফোন করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮