কৌশিক দত্ত, কাটোয়াঃ ভাইফোঁটার দু দিন পেরিয়ে গেলেও সম্পর্কের তিক্ততা কমেনি। মঙ্গলবার সকালে শাড়ি পরে অনুব্রত ফোঁটা দিচ্ছেন অনুপমকে। এমনই একটি ছবি তাঁর ফেসবুকে পোস্ট করেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। এদিন কাটোয়ায় বীরভূম জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ফেসবুকের পোস্ট সম্পর্কে জিজ্ঞাসা করলে করলে তিনি বলেন, “শিক্ষিত মানুষ হলে এটা করতো না। অশিক্ষিত বলেই বিশ্বভারতী ওর চাকরিটা দেয়নি। যা ব্যবস্থা করার মুখ্যমন্ত্রী করবেন”। কাটোয়া আদালতে একটি মামলার হাজিরা দিতে এসে তিনি এই প্রতিক্রিয়া দেন। দেখুন প্রতিক্রিয়া। নিচে সেই ভিডিও দেওয়া হল-
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন অনুব্রত কি বললেন-