নিজস্ব প্রতিনিধি, মেমারিঃ পুরুষ ও মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানের মেমারিতে। আজ মেমারির গ্রামদেবীপুরের পলসা গ্রামে একটি মাঠের মধ্যে এই মৃতদেহ দুটি দেখতে পায় গ্রামবাসীরা। পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পুরুষ ও মহিলা সম্পর্কে বউদি ও দেওর। আজ মাঠের মধ্যে দেওর প্রবীর ধারার গলা কাটা মৃতদেহের পাশে বউদি সাগরিকা ধারার মৃতদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছে সাগরিকা। তবে ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেধেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বউদি ও দেওর এর মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। সেই নিয়ে নিজেদের পরিবারে অশান্তি চলছিলো। প্রবীরের মৃত্যু নিয়ে ধন্দে পুলিশ। এই ঘটনার পিছনে তৃতীয় কোন ব্যক্তির হাত আছে কিনা তাও খতিয়ে দেখছে তারা।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।