কৌশিক দত্ত, কাটোয়াঃ ক্লাব ঘরে বিস্ফোরন। মৃত ১। বর্ধমানের কাটোয়ার শ্রীবাটি গ্রামের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য। এলাকা ঘিরে রয়েছে পুলিশ। সোমবার ভোরে বিস্ফোরনের আওয়াজে কেঁপে ওঠে কাটোয়ার শ্রীবাটি এলাকা। বিস্ফোরনের তীব্রতা এতটাই ছিল ক্লাব ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ক্লাবের দরজা জানালা বহুদূরে ছিটকে পড়ে। ঘটনায় লালু শেখ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও লালু শেখ প্রাতঃভ্রমন সেরে ক্লাবের সামনে বসেছিলেন। কিন্তু হটাৎ বিস্ফোরনে তিনি দেওয়ালের নিচে চাপা পরে যান। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিস্ফোরনের পর কাটোয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে হাজির হয়। ক্লাবের সামনে থেকে আরও দুটি টিন ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ক্লাবের কর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।