হাইলাইটস বেঙ্গল ডেস্ক : পূর্ব বর্ধমান আরো এক করোনা আক্রান্ত। আক্রান্ত মেমারির সোমেশ্বরতলার এক যুবক।
জানা গেছে, সম্প্রতি চিকিৎসার জন্য গিয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। মেমারির একটি এম্বুলেন্সে ৬ তারিখে সে বাড়ি ফেরে। সেখানে চিকিৎসাধীন থাকার সময় তার লালারস পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে জানা গেছে। ৫ তারিখ আবার লাালারস সংগ্রহ করা হয়। ৬ তারিখ ছুুুুটি দিয়ে দেওয়া হয়। সেই রিপোর্ট আজ এসে পৌঁছায়। সেই রিপোর্টে পজিটিভ দেখা যায়।
জেলা শাসক বিজয় ভারতী বলেন, ওই এলাকা যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা প্রশাসন নিয়েছে দ্রুততার সাথে।
তড়িঘড়ি প্রশাসন তাকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। পাশাপাশি অ্যাম্বুলেন্স চালক ও বাড়ির তিন সদস্যকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে। সিল করা হয়েছে গোটা এলাকা।
ক্নিক করে দেখুন ভিডিও
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।