নিউজ ডেস্কঃ মাটি নিচ থেকে উঠে এলো বহু প্রাচীন দুটি মন্দির। এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভুরি গ্রামে। বিনোদন পার্ক তৈরির জন্য একশো দিনের কাজের মাটি খোঁড়া চলছিল। সেই সময়ই হঠাৎই চোখে পড়ে মন্দিরের দুটি চূড়া। দেখে অবাক হয়ে যান সকলে। উৎসাহ বাড়তে থাকে কর্মীদের। এরপর সাবধানতার সাথে আরও মাটি খোঁড়ার কাজ শুরু হয়। ধীরে ধীরে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে আস্ত দুটি মন্দির। ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়ে। আশপাশ এলাকা থেকে অসংখ্য মানুষ এসে ভিড় করে। স্থানীয় কিছু মানুষদের বক্তব্য, বহু বছর আগে এই অঞ্চলটিতে প্রচুর মন্দির ছিল। কিন্তু দামোদরের বাঁধ দেওয়ার সময় হয়তো চাপা পড়ে যায়। মাটি খোঁড়ার পরই এগুলো উঠে এসেছে। আবার কিছু মানুষের মনে উঁকি মারছে অন্য প্রশ্ন এখন দেখার পালা। কি সেই রহস্য।