নিউজ ডেস্কঃ ঘড়িতে তখন সকাল সাড়ে দশটা। হঠাৎ পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে হাজির হলেন অতিরিক্ত জেলাশাসক(শিক্ষা) প্রদীপ চট্টোপাধ্যায়। গিয়ে যা দেখলেন অবাক হওয়ার মতোই। পুরানো অভ্যাস মতো তখনও আসেননি অনেক কর্মী। অধিকাংশ চেয়ার ফাঁকা। মুখ্যমন্ত্রী কর্ম সংস্কৃতি ফেরাতে উদ্যোগ নিলে কি হবে, পুরোনো অভ্যাস ছাড়তে পারছেন না অনেক সরকারি কর্মী। এমনটাই বলছেন অনেকে। অবশ্য এই ছবিতেই তা স্পষ্ট। গত ২৯ জুন মুখ্যমন্ত্রী জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন। জেলা ভাগের পর এটাই ছিল তার প্রথম বৈঠক। সেদিন সরকারি কর্মীদের সঠিক সময়ে অফিসে হাজিরার বিষয়টি দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়ে যায়। তারপরই আজ হঠাৎ সারপ্রাইজ ভিজিট। জানা গেছে যারা বিনা নোটিশে আজ গড় হাজির ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, এরপর অন্যান্য সরকারি অফিসগুলিতেও এইভাবে হঠাৎ পরিদর্শন করা হবে।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
উদ্যোগপতি, জীবন সংগ্রাম, কঠিন লড়াই, সাফল্য, বিশেষ কৃতিত্ব সংক্রান্ত কাহিনী এই বিভাগে প্রকাশ করা হবে। এই ধরনের গুণী মানুষদের কৃতিত্ব বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা। আপনার নজরে এই খবর থাকলে জানান এই নম্বরে- ৭৯০৮০০২২৪৮
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোনে করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮