বজ্রপাতে মৃত্যু হল এক ক্ষেতমজুরের। মৃতের নাম তদবীর শেখ। জখম আরও এক। তাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। জানা গেছে বর্ধমানের বোলপুর গ্রামে ধান কাটার কাজ করছিলেন কয়েকজন ক্ষেতমজুর। সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই বজ্রপাত হয়। মাঠের মধ্যে ছিটকে পড়ে তারা। ঘটনাস্থলে মৃত্যু হয় তদবীর শেখের। আহত লালবর শেখ কে ভর্তি করা হয় হাসপাতালে। মাঠে ১১ জন কাজ করছিলেন বলে জানা গেছে। মৃতের বাড়ি বীরভূমের নলহাটি তে।